জ্ঞান এবং দক্ষতা সম্পূর্ণ ভিন্নধর্মী দুটি ব্যাপার, যদিও আমাদের জীবনে উভয়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
কোডিং মানেই প্রচুর পরিমান চর্চা, এমনকি যারা চার বছর পড়াশোনা করে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেন তারাও একবাক্যে স্বীকার করবেন যে, তারা এই চার বছরের কোর্স কারিকুলাম শেষ করেও কোডিং এ হাতেখড়ি ব্যতীত তেমন কোন দক্ষতাই অর্জন করতে পারেন না । এইজন্যই দেখা যায়, চার বছর ভার্সিটি লাইফ শেষ করার পর প্রচুর পরিমান শিক্ষার্থী সার্টিফিকেট অর্জন করলেও জব মার্কেটের জন্য তৈরি না ।
কম্পিউটার সায়েন্সে ডিগ্রী অর্জন এবং প্রোগ্রামিং, নেটওয়ার্কিং বা ডাটাবেইজে দক্ষতা অর্জন একেবারেই পৃথক বিষয়। এই দক্ষতা অর্জনের পথে কিছু প্রভাবকের ভূমিকা যেমন অনস্বীকার্য, একই সাথে প্রশ্নবিদ্ধও বটে! তেমনই একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবক হল অনলাইন বা অফলাইন বিভিন্ন সহায়ক কোর্সসমূহ।
প্রায়শই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় যে দক্ষতা অর্জনের জন্য কোর্সই কেন করতে হবে? আমরা জানি, যে কোন কাজেই দক্ষতা অর্জনের জন্য নিয়মিত চর্চার কোন বিকল্প নাই। এখন নিজ থেকে এই চর্চা চালিয়ে নেওয়া অনেকের ক্ষেত্রেই অনেক কারনেই সম্ভবপর হয়ে ওঠে না ।
তন্মধ্যে কিছু কারন এবং তার সমাধান নিচে আলোচনা করা হলঃ
• কোন দিকনির্দেশনা ছাড়া আমরা ফ্রেশাররা অনেকেই বুঝতে পারিনা, কার কোন ক্ষেত্রে, কিভাবে ক্যারিয়ার গড়া উচিত। সেখেত্রে একজন মেন্টর সঠিক গাইডলাইন দিতে পারে যাতে করে শিক্ষার্থীর পথ চলা সহজ হয়।
• অনলাইনে প্রচুর পরিমান কন্টেন্ট থাকার পরেও, অনেকেই দ্বিধায় ভুগতে থাকেন জবমার্কেটের জন্য নিজেকে গড়ে তুলতে হলে ঠিক কী শেখা উচিৎ, কতটুকু শেখা উচিৎ এবং কিভাবে শেখা উচিৎ ।
• অনেক সময় অনেক ভালো মানের অনলাইন রেকর্ডেড কোর্স করার পরেও, সমন্বয়হীনতা, যথাযথ মূল্যায়ন, শিক্ষক এর সাথে ইন্টারেকশন, চর্চার বা পরীক্ষণ পদ্ধতির সুযোগ সুবিধার অভাবে্, শিক্ষার্থীরা শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখতে পারেনা অথবা কোর্স কমপ্লিশনের পরেও নিজেদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনা যে ঠিক কতটুকু শিখলো বা জানলো। সেক্ষেত্রে অনলাইন/অফলাইন কোর্সে যেহেতু একজন মেন্টর থাকেন সে সবসময় আপনাকে মূল্যায়ন করেন বিভিন্ন পরীক্ষা/এসাইনমেন্ট এর মাধ্যমে তাই শিক্ষার্থী বুঝতে পারে সে কতটুকু শিখেছে।
• রেকর্ডেড ক্লাসে অনলাইন/অফলাইন ক্লাসের মত মনোযোগ ধরে রাখা যায়না । আবার কোন ব্যাপারে প্রশ্ন থাকলেও সেসব প্রশ্ন করার কোন উপায় থাকে না। সেক্ষেত্রে অনলাইন/অফলাইন কোর্সে শিক্ষার্থী যে কোন প্রশ্ন করার সুযোগ পায় এবং সে অনুযায়ী সমাধান পায়।
• প্রতিযোগীতামূলক পরিবেশ না থাকায় শিক্ষার্থীদের শেখার আগ্রহ ক্রমাগত নিম্নমুখী হতে থাকে। সেক্ষেত্রে অনলাইন/অফলাইন কোর্সের অনেকেই অংশগ্রহন করার কারনে ক্লাসে প্রতিযোগীতামূলক পরিবেশ তৈরি হয় এতে করে সবার মধ্যে শেখার আগ্রহ প্রখর হয়।
• সর্বাধিক গুরুত্বপূর্ণ যে কারণ তা হল, যথাযথ পথপ্রদর্শন, পর্যবেক্ষন এবং মূল্যায়নের অভাব। সেক্ষেত্রে অনলাইন/অফলাইন কোর্সে যেহেতু একজন মেন্টর থাকেন তিনি সবকিছু পর্যবেক্ষন এবং মূল্যায়ন করেন এতে করে এক্ষেত্রে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে উঠেন।
সর্বোপরি প্রোগ্রামিং এ দক্ষতা অর্জন করাটা গুরুত্তপুর্ন । আমরা যে কোন মাধ্যম থেকে শিখে সেই দক্ষতা অর্জন করতে পারি। যেহেতু বর্তমানে শেখার নানবিধ মাধ্যম রয়েছে, তাই আমার অভিজ্ঞতার আলোকে আমি শেয়ার করলাম কিভাবে অনলাইন এবং অফলাইন কোর্সসমূহ আমাদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

মেন্টর, পন্ডিত

