জাভাস্ক্রিপ্ট মূলত একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলো হল সেসব ল্যাঙ্গুয়েজ যেসব ল্যাঙ্গুয়েজের কোড রান করার আগে কম্পাইল করতে হয়না । বর্তমান টেক-বিশ্বে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ টি জনপ্রিয়তার শীর্ষে। স্ট্যাকওভারফ্লো এর করা সার্ভে অনুযায়ী বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এমনকি টানা নয় বছর ধরে এটি এই শীর্ষস্থা ন দখল করে রেখেছে।
এই জনপ্রিয়তার পেছনে নিশ্চয়ই সুনির্দিষ্ট কারণ রয়েছে। কিছু সংখ্যক কারণ নিয়েই আজকের আলোচনা।
- প্রথম কারনটি হল- জাভাস্ক্রিপ্ট শেখা খুবই সহজ কেননা এটি একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কাজ করতে হলে কিভাবে কোড কম্পাইল করে, কিভাবে রান করে ,কতটুকু মেমরি লাগবে এসব নিয়ে ভাবতে হয়না। যার কারনে এই ল্যাঙ্গুয়েজ বেশ beginner friendly.
- ডায়নামিক ওয়েবসাইট তৈরী করতে জাভাস্ক্রিপ্ট এর প্রয়োজনীয়তা অপরিহার্য। ওয়েব পেইজের ইন্টারএক্টিভিটি বাড়ানো, বিভিন্ন ফাংশনালিটি বৃদ্ধি, ফর্ম ভ্যালিডেশন ইত্যাদি বিভিন্ন কাজে জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয়।
- এর জনপ্রিয়তার অন্যতম একটি কারন হচ্ছে এর মাধ্যমে দুর্দান্ত ইউজার এক্সপেরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস প্রদান করা সম্ভব।
- ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য অবশ্য প্রয়োজনীয় ৩ টি ল্যাঙ্গুয়েজের একটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের কোন বিকল্প নেই। এমন কোন ডায়নামিক ওয়েবসাইট নেই যাতে জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার নেই।
- শুধুমাত্র ফ্রন্ট এন্ড বা ক্লায়েন্ট সাইডই না, জাভাস্ক্রিপ্ট সার্ভার সাইড ডেভেলপমেন্ট এও ব্যপকভাবে সমাদৃত, যদিও সর্বপ্রথম জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইড এর জন্যই তৈরী করা হয়েছিলো। তারমানে শুধুমাত্র এই একটি ল্যাঙ্গুয়েজ শিখেই ফুলস্ট্যাক ডেভেলপার হওয়া সম্ভব।
- ব্রাউজার ছাড়াই Node JS রানটাইম এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কোড রান করা যায়।
- মোবাইল বা ডেস্কটপ সব ধরনের অ্যাপ ডেভেলপমেন্টেই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা যায়। মোবাইল অ্যাপ তৈরীতে ব্যবহৃত জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কগুলো হচ্ছে React Native, Ionic, Sencha, PhoneGap। ডেস্কটপ অ্যাপ তৈরীতে Electron JS ফ্রেমওয়ার্কটির বহুল ব্যবহার রয়েছে।
- সব ধরনের অপারেটিং সিস্টেমে সাপোর্ট করায়, ক্রস প্লাটফর্ম এপ্লিকেশান তৈরীতে ও জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হচ্ছে।
- জাভাস্ক্রিপ্ট এ বিভিন্ন কাজের জন্য রয়েছে অসংখ্য লাইব্রেরী যা প্রয়োজনমতো ব্যবহার করে অনেক কঠিন কাজকে সহজ ভাবে করা যায়। এমনকি কোন কোন লাইব্রেরী ইউজ করে মেশিন লার্নিং এর কাজ ও করা হচ্ছে। IOT এর কাজের জন্যও জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্ক রয়েছে যার মধ্যে Cylon.js, Favor, IoT.js, IoT-Node.js উল্লেখযোগ্য।
- ফ্রেমওয়ার্ক মূলত আমাদের কোডিং বা প্রোগ্রামিং এর কাজকে সহজতর করে। জাভাস্ক্রিপ্টের ফ্রন্টেন্ড এবং ব্যাকেন্ড উভয়ের জন্যই রয়েছে দারুন সব ফ্রেমওয়ার্ক। ফ্রন্টেড ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে জনপ্রিয় কিছু হচ্ছে Vue.js, Angular, jQuery, react যার মধ্যে ফেসবুকের তৈরী করা react সর্বাধিক জনপ্রিয়। সার্ভার সাইড ফ্রেমওয়ার্কের মধ্যে Express.js বেশ জনপ্রিয়।
পরিশেষে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারন হচ্ছে, অফলাইন এবং অনলাইন মার্কেটপ্লেসগুলোতে জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের ব্যাপক চাহিদা বর্তমান। ফ্রিল্যান্সার হিসেবেও রয়েছে প্রচুর কাজের সুযোগ । এছাড়াও জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের রয়েছে সুবিশাল এক কমিউনিটি, বর্তমানে যা প্রায় ১২.৪ মিলিয়ন ব্যাবহারকারীর এক বিশাল পরিবার।

মেন্টর, পন্ডিত

