মজার এই syntax টি string নয় আবার html ও নয়। JSX একটি Technology যার সূত্রপাত ঘটে React এর মাধ্যমে। যদিও JSX ছাড়াই React বেশ ভালো কাজ করতে পারে, তারপরেও Component এর সাথে JSX সুন্দর মেলবন্ধন সৃষ্টি কারণে JSX এর মাধ্যমে React নিজের জন্যে সুবিধাজনক অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে।
যদিও এই JSX কে দেখতে html এবং JavaScript এর মিশ্রণ মনে হয়, প্রকৃত অর্থে এটি JAVASCRIPT।
JSX এর যা দেখতে html মনে হয় তা আসলে syntactic sugar ছাড়া কিছুই নয় যার মাধ্যমে Components defining এবং markup positioning হয় বেশ সহজেই!
JSX Expression এর ভেতরে খুব সহজেই attributes প্রবেশ করানো যায়।

